নারী সুরক্ষায় হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ বিজেপি মহিলা মোর্চার

0
1

অভিযোগ, রাজ্যজুড়ে মহিলাদের উপর অত্যাচার, শ্লীলতাহানি, ধর্ষণের মতো ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। এবার সেই ইস্যুতে সোচ্চার বঙ্গ বিজেপি মহিলা মোর্চা। বাংলার নারী নির্যাতন প্রতিরোধে এবার হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ করল বিজেপি মহিলা মোর্চা। মঙ্গলবার দলের রাজ্য সদর দফতরে সেই নম্বর প্রকাশ করেন মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল।

9727294294- এই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করলে নির্যাতিতা মহিলাদের সুরক্ষা দেওয়া হবে। যখন রাজ্যের মহিলারা কোনও সমস্যায় পরবেন তখন এই নম্বরে ফোন করতে পারবে। একইসঙ্গে তারা মহিলা মিসড কল দিয়ে মোর্চার সদস্য পদ গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন অগ্নিমিত্রা। বিজেপি মহিলা মোর্চার এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে, ”আর নয় মহিলাদের অসুরক্ষা”।

এ বিষয়ে একটি বুকলেট প্রকাশ করেছে তারা। যেখানে গত সাড়ে ৯ বছরে এই রাজ্যে মহিলাদের উপর কী ধরণের অত্যাচার হয়েছে, তার পূর্ণাঙ্গব বিস্তারিত বর্ণণা করা হয়েছে, বলে জানিয়েছেন বিজেপি মহিলা মোর্চা সভাপতি অগ্নিমিত্রা পাল।

উল্লেখ্য, কিছুদিন আগে মহিলাদের সুরক্ষার জন্য মার্শাল আর্ট দেওয়ার প্রশিক্ষণের কথা ঘোষণা করেছিল বিজেপি মহিলা মোর্চা।

আরও পড়ুন- অনুব্রতকে প্রাণনাশের হুমকি! গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর