শুক্র গ্রহ আমাদের, আজব দাবি রাশিয়ার!

0
3

পৃথিবীর সীমা ছাড়িয়ে একেবারে মহাকাশ! এবার শুক্র গ্রহকে নিজেদের বলে দাবি করল রাশিয়া।

গত সপ্তাহে রাশিয়ান মহাকাশ কর্পোরেশন রোসকোমমসের প্রধান দিমিত্রি রোগোজিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মিশন ছাড়াও আমরা শুক্র গ্রহে নিজস্ব মিশন পাঠানোর পরিকল্পনা করেছি। কারণ শুক্র গ্রহটা আমাদেরই। হেলিকপ্টার শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী হেলিরাশিয়া ২০২০-তে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস এই খবর জানিয়েছে।

রাশিয়ান মহাকাশ কর্পোরেশনের প্রধান বলেন, আমরা মনে করি শুক্র গ্রহ রাশিয়ার একটি গ্রহ। সুতরাং আমাদের পিছিয়ে থাকা উচিত নয়। সম্প্রতি শুক্র গ্রহের বায়ুমণ্ডলে মেঘের আস্তরণে ফসফিন গ্যাসের অস্তিত্ব পেয়েছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক গবেষক দল প্রথমে হাওয়াই দ্বীপ থেকে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল টেলিস্কোপের মাধ্যমে শুক্র গ্রহের মেঘপুঞ্জে ফসফিন গ্যাস দেখতে পান। এরপর চিলির আতাকামা মরুভূমি থেকে এএলএমএ রেডিও টেলিস্কোপ দিয়ে তা নিশ্চিত করা হয়। এর থেকে বিজ্ঞানীদের অনুমান, শুক্র গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। অনেক বিজ্ঞানী বলছেন মঙ্গল নয়, পৃথিবীর সব থেকে কাছের শুক্র গ্রহেই মিলতে পারে প্রাণের অস্তিত্ব। বিজ্ঞানীদের এই মতামত প্রকাশ্যে আসার পরই হঠাৎ রাশিয়া শুক্রকে নিজেদের গ্রহ বলে দাবি করে বসল।

আরও পড়ুন- কোভিডের জের, বুধবার অথবা শুক্রবারে স্থগিত হতে পারে সংসদের অধিবেশন