পুরোপুরি শেভড নয়। হেয়ারস্টাইলে আমূল বদল, নতুন ছাঁট। গুড়িগুড়ি করে ছাঁটা দাড়ি।দেড় বছর পর ক্রিকেট মাঠে শনিবার এমন রূপেই ফিরলেন মহেন্দ্র সিং ধোনি। তার সেই নিউ লুক প্রথম দিনেই নজর কেড়েছে বিশ্বের।এবার যেন ৩৯ বছরের ধোনির প্রেমে নতুন করে পড়লেন সাক্ষী। আসলে সিঙ্ঘম লুকসে ধোনিকে দেখে ভক্তরাও অবাক। নতুন দাড়ি ও চুলের স্টাইলে ধোনিকে একেবারে দক্ষিণের নায়কদের মতো দেখাচ্ছে।চেন্নাইয়ের সমর্থকদের কাছে ধোনির এই লুকস দারুণ প্রিয় হয়ে উঠেছে
আইপিএল শুরুর ঠিক আগেই ১৫ অগাস্ট অবসর ঘোষণা করেন। ৪৩৭ দিন পর ক্রিকেট মাঠে ফিরলেন। তাও আবার অবসরের পর প্রথম ম্যাচ। তাই সেই ম্যাচ নিয়ে প্রত্যেকের আগ্রহ তুঙ্গে ছিল।
ধোনির নিউ লুকে আপাতত মজেছেন নেটিজেনরা। মজার ব্যাপার হল, সাক্ষীও ধোনির এই লুকে কার্যত বাকরুদ্ধ হয়ে যান।
এতটাই মোহিত হয়ে যান যে ইনস্টাগ্রামে সাক্ষী ধোনির নিউ লুকের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “হে হ্যান্ডসাম!”
বায়ো বাবলে খেলা হলেও অন্য ফ্র্যাঞ্চাইজিরা ক্রিকেটারদের সঙ্গে সীমিত সংখ্যক পরিবারের লোকদের অনুমতি দিয়েছে থাকার জন্য। কিন্তু সিএসকেতে পরিবারের কারোকে সঙ্গে রাখার নিয়ম নেই। সেই কারণে আলাদা থাকছেন সাক্ষী।আমিরশাহিতে কড়াকড়ি এতটাই যে ধোনির দেখাই পাচ্ছিলেন না স্ত্রী সাক্ষী। ধোনিকে এক ঝলক দেখার জন্য তাই সাক্ষী কিছুদিন আগেই অনুশীলনের সময় মাঠে হাজির হন।
সিএসকে দল দুবাইয়ের আইসিসি একাডেমিতে অনুশীলন করেছে একসপ্তাহ ধরে। গত শনিবার অনুশীলন বন্ধ থাকলেও রবিবার যথারীতি অনুশীলন হয়। সিএসকে নিজেদের সমস্ত প্র্যাকটিস সেশন লাইভ সম্প্রচার করছে নিজেদের একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। গত রবিবার ধোনিদের প্র্যাকটিস ম্যাচ চলাকালীন সিএসকের টিম ম্যানেজার সাক্ষীর অনুরোধ ফেরাতে পারেননি। তিনি এক ঝলক শুধু ধোনিকে দেখতে চান। সেই ইচ্ছা পূর্ণ করা হল সঙ্গেসঙ্গেই। সোশ্যাল মিডিয়া থেকে ধোনি বরাবরই দূরে থাকেন। তবে সিএসকের সোশ্যাল পোস্টের অধিকাংশই জুড়ে থাকেন মাহি। সম্প্রতি এমনই এক পোস্ট করেছিল সিএসকে। সেই পোস্টেই দেখা যাচ্ছে সাক্ষী আকুল হয়ে ধোনিক খুঁজছেন। যা নজর কেড়েছে নেটিজেনদের।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.