ফের বন্দুকবাজদের হামলা আমেরিকায়। এবার ঘটনা আমেরিকার নিউইয়র্কের রচেস্টার শহরে। শহরের বাড়ির পিছনে চলা একটি পার্টি চলছিল। সেই সময় হামলা চালায় বন্দুকবাজরা।
ওই পার্টিতে প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, এই হামলার ঘটনায় মৃত্যু হয়েছে ২ তরুণ-তরুণী। জখম হয়েছেন ১৪ জনের বেশি। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি মার্কিন পুলিশ। কতজন এই হামলা করেছিল তাও জানতে পারেনি পুলিশ।
নিউইয়র্ক পুলিশের এক আধিকারিক মার্ক সিমন্স বলেন, মহামারির আবহে মধ্যে পার্টির আয়োজন করা নিরাপদ নয়। তবে মার্কিন মুলুকে বন্দুকবাজদের হামলার ঘটনা যদিও এই প্রথম নয়। বন্দুকবাজদের হামলা ছাড়াও বর্ণ বিদ্বেষের ঘটনা ঘটেছে মার্কিন মুলুকে। চলতি বছর মে মাসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নামে এক ব্যক্তি পুলিশি অত্যাচারে মৃত্যু হয় বলে অভিযোগ। তাতে আমেরিকায় বর্ণবাদবিরোধী ও পুলিশের নির্যাতন বিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে।































































































































