করোনা আবহের মধ্যে যখন অর্থনীতি তলানিতে। ব্যবসা-বাণিজ্যে মন্দা চলছে, ঠিক তখনই শহর থেকে জেলার একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা। ফের এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। এবার দিঘা মোহনায় বিধ্বংসী আগুন। মাছের আড়ৎ-সহ মৎসজীবীদের ৯ টি বালাঘর পুড়ে ছাই।
স্থানীয় সূত্রে খবর, ভোররাতে আগুন ছড়িয়ে পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়ায় মোহনায়। বেশ কয়েকটি আড়ৎ পুড়ে গিয়েছে। পুড়ে ছাই হয়েছে প্রায় ২০ লক্ষ টাকার ইলিশ মাছ। খবর পেয়ে দমকলের ৪টি ইঞ্জিন আগুন ছুটে আসে। দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের।
দমকলের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, থার্মোকল, মোবিল, মুদির দোকান, সেলুন গ্যাস, মাছের স্টোর-সহ বাজারের একাধিক দোকান পুড়ে গিয়েছে। তবে আগুন লাগার উৎস এখনও জানা যায়নি।
আরও পড়ুন- “মানহানিকর” মন্তব্য, বাবুলকে দ্বিতীয় কড়া আইনি নোটিশ অভিষেকের আইনজীবী সঞ্জয় বসুর

































































































































