সুশান্তের মৃত্যুতে একাধিক বলিউড তারকার যোগ রয়েছে। এই অভিযোগে মুজাফফরপুর আদালতে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছিলেন আইনজীবী সুধীর কুমার ওঝা। বলিউড পরিচালক তথা প্রযোজক করণ জোহর, সঞ্জয় লীলা বনশালি, আদিত্য চোপড়া, একতা কাপুর, সলমন খান সহ ৮ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা দায়ের করেছিলেন তিনি। সেই মামলার ভিত্তিতে আগামী ৭ অক্টোবর প্রত্যেককে হাজিরের নির্দেশ দিয়েছে মুজাফফরপুর জেলা আদালত।
গত ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্টে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুত। আত্মহত্যা না কি খুন, তার কিনারা করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই। অন্যদিকে মাদকযোগের অভিযোগে সুশান্তের বান্ধবী রিয়াকে গ্রেফতার করেছে এনসিবি। আর্থিক তছরুপের বিষয়ে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিনেতার মৃত্যুর পর বলিউডের স্বজনপোষণের বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকেই। তাঁর আত্মহত্যার জন্য বলিউডের একাংশকে দায়ী করে মামলা দায়ের করেন বিহারের আইনজীবী সুধীর কুমার ওঝা।
আরও পড়ুন- পশ্চিমবঙ্গ উগ্রপন্থীদের আতুরঘর, রাজ্যকে নিশানা করে বিস্ফোরক রাহুল





























































































































