কোভিড পরবর্তী পরিস্থিতিতে আগামী ৮ অক্টোবর কলকাতার যুবভারতীতে ভবানীপুর এফসি ও বেঙ্গালুরু ইউনাইটেডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় ডিভিশন আই লিগ। ওই ম্যাচ দিয়েই দেশে ফের শুরু হচ্ছে খেলা।
পাঁচ দলের টুর্ণামেন্টে প্রথম দিনেই দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন কলকাতার অন্য দল মহামেডান স্পোর্টিং। সাদা-কালোর প্রতিপক্ষ গারওয়াল এফসি। পাঁচ দলের রাউন্ড-রবিন লিগের ম্যাচ চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। টুর্নামেন্টের শেষ দিন দুপুর দুটোয় বেঙ্গালুরু ইউনাইটেড মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিংয়ের। একই দিনে একই সময়ে কলকাতার ভবানীপুর এফসির প্রতিপক্ষ আরা এফসি।
২৫ সেপ্টেম্বরের মধ্যে আই লিগ দ্বিতীয় ডিভিশনে অংশগ্রহণকারী পাঁচটি দলকে কলকাতায় আসার নির্দেশ দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।
২৫ সেপ্টেম্বর থেকে শহরে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে টুর্নামেন্টের প্রস্তুতি নেবে অংশগ্রহণকারী পাঁচটি ক্লাব। দু’সপ্তাহ জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকার পর তবেই মাঠে নামতে পারবে প্রতিটি দল।
আই লিগের দ্বিতীয় ডিভিশনের চ্যাম্পিয়ন দল চলতি মরশুমে সরাসরি আই লিগের খেলার ছাড়পত্র পাবে।
































































































































