এইমস থেকে বাড়ি ফিরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখন ভাল আছেন। গতকাল রাতে এইমস থেকে ছুটি পান তিনি। কোভিড পরবর্তী শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভরতি হতে হয়েছে বলে আগেই জানিয়েছিল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস। শনিবার হাসপাতালে ভরতি হন তিনি। হাসপাতাল থেকেই গুজরাটের গান্ধীনগরে স্মার্ট সিটি প্রকল্প নিয়ে ভিডিও কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণির সঙ্গে। বৃহস্পতিবার মহালয়ার শুভেচ্ছা জানিয়ে বাংলায় টুইটও করেন। আগামী কয়েকদিনের মধ্যে তিনি সংসদের কাজেও অংশ নেবেন বলে জানা গিয়েছে।
































































































































