আজ, মহালয়া। পিতৃপক্ষের অবসান। দেবীপক্ষের সূচনা। আর রীতি মেনে বৃহস্পতিবার ভোর থেকেই শহর তথা রাজ্যের ঘাটে ঘাটে চলছে পিতৃ তর্পণ। তবে করোনার জেরে অন্যবারের তুলনায় ভিড় অনেকটাই কম। আর এই মহালয়ার দিন থেকেই পুজোর আমেজ চলে আসে বাঙালির ঘরে ঘরে। যদিও এবার করোনা আবহে বাঙালি কিছুটা উৎসব বিমুখ। তাছাড়া মহালয়া থেকে এবার দুর্গাপুজোর মূল উৎসবের দূরত্ব প্রায় একমাস।
করোনা আবহের মধ্যেই আজ মহালয়ায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, করোনার জন্য সতর্কতার সঙ্গে উৎসব পালন করতে হচ্ছে। তবে দেখতে হবে, কোভিড যেন দুর্গাপুজোর উৎসাহকে দমিয়ে দিতে না পারে। মুখ্যমন্ত্রী ট্যুইটে আরও বলেন, “মহালয়ার প্রতিশ্রুতি, কেউ দুর্গাপুজোর উৎসব থেকে বঞ্চিত হবেন না।”

মহালয়ার রীতি মেনে ঘাটে ঘাটে তর্পণ চলছে। সকলেই যেন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তর্পণ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : শহর থেকে জেলা, মহালয়ার সকালে ঘাটে ঘাটে চলছে তর্পণ


































































































































