আজ ১৭ সেপ্টেম্বর। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। ৭০-এ পা দিলেন তিনি। আর প্রিয় নেতার জন্মদিনের উপহার হিসেবে তাঁর রাজ্য গুজরাতের সুরাট শহরজুড়ে ৭০ হাজার চারাগাছ লাগানো হয়। মোদির জন্মদিনে যৌথভাবে এই বিশেষ উদ্যোগ নিয়েছে সুরাট পুরসভা-সহ বেশ কিছু সংগঠন ও বাণিজ্যিক গোষ্ঠী।
সুরাট পুরসভার পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী সব সময় মানুষকে অনুরোধ করেন, তাঁর জন্মদিন পালন করতে হলে এমন কিছু করতে, যা সমাজের পক্ষে উপকারী হবে। তাই এ বছর এই বিশেষ পরিকল্পনা।
এছাড়াও চলবে মাস্ক বিতরণ-সহ আরও একাধিক কর্মসূচি। কোথাও বাজি ফাটিয়ে, কোথাও লাড্ডু বিলিয়ে- মধ্যরাতের পর থেকে বিজেপি কর্মীরা সেলিব্রেট করতে শুরু করে দেন প্রধানমন্ত্রীর জন্মদিন।
উল্লেখ্য, ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে এক দরিদ্র পরিবারে জন্ম গ্রহণ করেন নরেন্দ্র মোদি। এরপর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রচারক থেকে দেশের প্রধানমন্ত্রী হওয়া। আজ তাঁর জন্মদিনে অনুগামীদের শুভেচ্ছার জোয়ারে ভাসছে নমো।



































































































































