গোটা দুনিয়ার মতো এদেশ তথা বাংলাতেও করোনার দাপট অব্যাহত। মহামারীর শুরু থেকেই বাংলাকে অদৃশ্য শত্রুর হাত থেকে রক্ষা করতে বুক চিতিয়ে লড়ছেন মমতাময়ী মুখ্যমন্ত্রী। এরই মধ্যে আজ ছিল মহালয়া। পিতৃপক্ষের অবদাসে দেবীপক্ষের সূচনা। যদিও পঞ্জিকা মতে এবার মহালয়া থেকে শারদ উৎসবের ব্যবধান একমাসের।
তবে মহালয়া বাঙালির আদি কৃষ্টি-সংস্কৃতি। তাই মহালয়ায় দেবী বন্দনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর কণ্ঠে শোনা গেল, “জাগো তুমি জাগো জাগো দুর্গা…।”

মুখ্যমন্ত্রীর কবিতা চর্চা নতুন নয়। যখনই দেশ ও মানুষের প্রতি অন্যায় নেমে এসেছে, তখনই গর্জে উঠেছে তাঁর কলম। মুখ্যমন্ত্রীর ছবি আঁকাও নতুন নয়। প্রতিবাদের ভাষা ফুটে উঠেছে তাঁর তুলির টানে। তবে তাঁর কণ্ঠে গান, সম্ভবত এই প্রথম।
এর আগে কলকাতার বিখ্যাত পুজো নিউ আলিপুর সুরুচি সঙ্ঘের থিম সং-ও লিখে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুরও দেন তিনি। রাজ্য সরকারের একাধিক প্রকল্প প্রচারের জন্য গান লিখে সুরও দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবার শুধু সুর দেওয়া বা লেখালিখিতে নিজেকে সীমাবদ্ধ রাখলেন না। গেয়ে ফেললেন গানও।
আজ, মহালয়ায় ফেসবুকে নিজের গান শেয়ার করলেন মুখ্যমন্ত্রী। মমতা গাইলেন, “জাগো তুমি জাগো জাগো দুর্গা…।”
*শুনে নিন মুখ্যমন্ত্রীর কণ্ঠে মায়ের আগমনী গান*
আরও পড়ুন- প্রস্তাবিত কৃষি বিল নিয়ে সংঘাত বিজেপি জোটে,পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরতের



































































































































