শুভশ্রীকে আদর রাজের, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

0
1

ছেলে হওয়ার আনন্দে স্ত্রীকে আদরে আদরে ভরিয়ে দিলেন সেলেব কর্তা। এই পিডিএ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মাত্র কয়েক ঘণ্টায় ভিউয়ার্স ২৫ হাজারেরও বেশি। এ আর কেউ নন, পরিচালক রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রীর বেবি বাম্প, সাধ খাওয়া থেকে ছেলের জন্ম সব আরটিটি যথা সময়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ-শুভশ্রী।

তবে এই সুখের মধ্যেও ঝড় আসে। করোনা সংক্রমণ হয় রাজের। বাবা কৃষ্ণপদ চক্রবর্তীর মৃত্যু হয়। অনুরাগীদের থেকে কোন কথাই লুকাননি তাঁরা।

মেঘ কেটে এখন রাজশ্রীর ঘরে এখন চাঁদের আলো। আর এই আনন্দে হাসপাতালের বেডে শোয়া ঘরণীর গালেই একের পর এক চুমু আঁকলেন রাজ। সেই আদরে আপ্লুত শুভশ্রী।

নার্সিংহোমে কীভাবে সময় কাটছে অভিনেত্রীর? সেই ছবিও শেয়ার করছেন শুভশ্রী নিজেই। তাঁর দিন শুরু হচ্ছে ব্ল্যাক কফি দিয়ে। আবার কখনও ছেলে যুবানকে কোলে নিচ্ছেন নতুন মা। আর সব ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোডি মাত্রই ভাইরাল হয়ে যাচ্ছে।

আরও পড়ুন-সারেগামাপা-য় বিচারকের আসনে মিকা, ক্ষুব্ধ সংগীতশিল্পীরা