কয়েক দিন ধরে খরবের শিরোনাম উঠে আসছিল আরামবাগ, গোঘাট বিভিন্ন জায়গায় খুন, অশান্তির খবর। বিভিন্ন সময় এই সব এলাকায় আসতে দেখা যাচ্ছিল বিরোধী দলের হেবিওয়েট নেতাদের। ফলে অশান্তি বেড়েই চলছিল। এর ফলেই কি সরতে হল এসপি সহ এসডিপিওকে?
 
প্রশাসনিক স্তরে এটাকে স্বাভাবিক বললেও বিজেপি বলছে অশান্তি রুখতে ব্যর্থ হওয়ার কারণেই এই পদক্ষেপ। সোমবার বিকেলে বদলি হতে হল পুলিশের দুই উচ্চ আধিকারিককে। বিজেপির পক্ষ থেকে সাংসদ সহ হেবিওয়েট নেতারা ধর্ণায় বসে এসডিপিও অফিসেরর সামনে। এর ফলেই কি সরতে হল আরামবাগের এসডিপিও নির্মল কুমার দাসকে? তাঁর জায়গায় বীরভূম থেকে নিয়ে আসা হল অভিষেক মন্ডলকে। যদিও প্রশাসন সূত্রে জানা গিয়েছে এটি রুটিন বদলি।পাশাপাশি হুগলী গ্রামীন পুলিশ সুপার তথাগত বসুকেও সরানো হল । তাকে পাঠানো হলো কলকাতার নিউটাউনে। সূত্রের খবর এসপি হয়ে নতুন দায়িত্ব পাচ্ছেন ব্যারাকপুরের অমন্দীপ।

































































































































