প্রকাশ্যে ফাঁসি বা রাসায়নিক প্রয়োগে নপুংসক করে দেওয়া , ধর্ষণে এমনই সোজাসাপ্টা সাজার নিদান দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যদিও তিনি একথাও বলেছেন, ‘আমার পরামর্শদাতারা বলেছেন, এমন আইন হলে ইইউ-র সঙ্গে বাণিজ্যে অসুবিধার মুখে পড়তে হতে পারে।
বিশেষজ্ঞদের মত, বাণিজ্যিক ক্ষেত্রে ‘সাধারণ সুবিধাপ্রাপ্ত দেশ’-এর মর্যাদা হারালে তার নেতিবাচক প্রভাপ পড়বে দেশের অর্থনীতিতে। তাই মুখে বললেও এমন শাস্তি প্রয়োগ করতে পারবেন না পাক প্রধানমন্ত্রী।
ঘটনার সূত্রপাত গত সপ্তাহে । লাহোরের কাছে হাইওয়ের উপর দুষ্কৃতীরা পিস্তল উঁচিয়ে একটি গাড়ি থামায়। গাড়িতে সওয়ারি ছিল মা ও মেয়েকে। তাঁদের দু’জনকেই ধর্ষণ করা হয়। ওই গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় ওঠে পাকিস্তান জুড়ে। সোমবার একটি পাক টিভি চ্যানেলকে ইমরান খান এই প্রসঙ্গে বলেন, ‘‘আমার মতে ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির সাজা দেওয়া উচিত। প্রসঙ্গত, গত বছর আমেরিকার আলবামা প্রাদেশিক আইনসভায় পাশ হওয়া বিলে বলা হয়েছে, নাবালিকা ধর্ষণের ক্ষেত্রে দোষীকে রাসায়নিক প্রয়োগে নপুংসক করে দেওয়ার সাজা দেওয়া যেতে পারে। এখন দেখার আদৌ পাক প্রধানমন্ত্রীর সাজার এই নিদান আদৌ কার্যকর করতে সক্ষম হয় কিনা পাক সরকার ।
Home আন্তর্জাতিক প্রকাশ্যে ফাঁসি বা রাসায়নিক প্রয়োগে নপুংসক করা!ধর্ষণে সাজার নিদান পাক প্রধানমন্ত্রীর
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.