সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীকে কটূক্তি, ধৃত ট্যাক্সিচালক

0
2

রাতের কলকাতায় কটূক্তির শিকার সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। সোমবার রাত সাড়ে বারোটা-একটা নাগাদ নিজের গাড়িতে বাড়ি ফিরছিলেন মিমি। জানলার কাচ নামানো ছিল। অভিযোগ, বালিগঞ্জ ফাঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সি থেকে তাঁকে কটূক্তি করেন চালক। এ বিষয়ে প্রতিবাদ করলে তাঁর সঙ্গে পাল্টা ঝগড়া করেন অভিযুক্ত। অভিযুক্তের নাম দেবা যাদব। বয়স ৩২ বছর। বাড়ি আনন্দপুর থানা এলাকায়।

এরপরেই গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিমি চক্রবর্তী। ঘটনার বিবরণ শুনে এবং রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রথমে ট্যাক্সিটি বাজেয়াপ্ত করা হয়। পরে চালককে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ। কী কারণে এ ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও ব্যক্তিগত আক্রোশ থেকেই অভিযুক্ত এ কাজ করেছেন, না কি মিমি চক্রবর্তীকে চিনতে না পেরে তিনি এটা করেছেন তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন-রাজ্যের মেগা প্রকল্পের সুবিধা পাবেন ৫৫ লক্ষ