অভিশপ্ত ২০২০! একদিকে করোনা আবহ, অন্যদিকে মৃত্যু মিছিল গ্রাস করেছে গোটা দুনিয়াকে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যক্তি একে একে চলে যাচ্ছেন। ফের খারাপ খবর। এবার অকালে প্রয়াত বিশিষ্ট চিকিৎসক হিরন্ময় ভট্টাচার্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।
হিরন্ময় ভট্টাচার্য উত্তর ২৪ পরগনায় “নৈহাটির বিধান রায়” বলেই পরিচিতি ছিলেন। গত শনিবার তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনি বেলঘরিয়ার একটি নার্সিংহোমে ভর্তি হন। সঙ্গে ছিল জ্বরও। এরপর গতকাল, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ পরপর দু’বার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁর মৃত্যু হয়। হিরন্ময়বাবু আইএমএ রাজ্য শাখার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন-রাজ্যের মেগা প্রকল্পের সুবিধা পাবেন ৫৫ লক্ষ

































































































































