প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে ইতিহাসে আনাস, কেন জানেন?

0
1

প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে ইতিহাস গড়লেন আনাস এনাথোডিকা । নিশ্চয়ই ভাবছেন কী কাণ্ড ঘটিয়েছেন তিনি? আসলে একটি লাল রঙের ‘ফেরারি’–র মালিক হয়েছেন আনাস। তার ফেরারির সখ কিন্তু আজকে নতুন নয়। ছোটবেলা থেকেই গাড়ির প্রতি একটা চরম আকর্ষণ অনুভব করেন তিনি। যার নিট ফল শোনা গিয়েছে তার সতীর্থদের মুখেই। সতীর্থরা জানিয়েছেন, অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে যখন অবসর সময়ে অধিক ফুটবলারই ব্যস্ত থাকে ভিডিও গেমে, তখন আনাস ব্যস্ত থাকেন গাড়ি নিয়ে । সদ্য কেনা ফেরারিতে চেপে সোশ্যাল মিডিয়াতে ছবিও পোস্ট করেছেন এই ফুটবলার ।
তিনি লিখেছেন, ‘যদি তুমি স্বপ্ন দেখো, একদিন না একদিন সেই স্বপ্ন সার্থক হবে।’
এই ফুটবলার জানিয়েছেন , ‘বাড়ির গ্যারাজে ‘ফেরারি’ হল ছ’নম্বর অতিথি। পাঁচটা গাড়ি আছে আমার গ্যারেজে । ফেরারি কেনা আমার কাছে স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্নপূরণ হল। শেষপর্যন্ত এক কোটি টাকা দিয়ে কিনতে পারলাম ফেরারি।’ গাড়ির পাশাপাশি আনাসের পছন্দের তালিকায় আছে বাইকও। দশটা বাইকের মালিক তিনি ।