করনি সেনার সঙ্গে রাজ্যপালের কাছে যাচ্ছেন কঙ্গনা

0
1

আজ, রবিবার করনি সেনার সঙ্গে রাজ্যপালের কাছে যাচ্ছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে রাজভবনে দেখা করবেন তিনি। যদিও কী নিয়ে এই বৈঠক সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানায়নি রাজভবন। তবে অনুমান করা হচ্ছে, মহারাষ্ট্র সরকারের সঙ্গে কঙ্গনার সংঘাতই এই বৈঠকেরর মূল বিষয়।

এদিন সকালে করনি সেনার পক্ষ থেকে প্রতিনিধি দল কঙ্গনার সঙ্গে দেখা করতে যান। অভিনেত্রীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিনেত্রী। আর তাতেই ক্ষুব্ধ হয় রাজ্য সরকার। এমনকী মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গেও তুলনা করেছেন তিনি। এরপর শুরু হয় দু’পক্ষের বাকযুদ্ধ। বৃহন্মুম্বই পুরসভা অভিনেত্রীর অফিস ভেঙে দেয়। ভাঙচুরের ঘটনায় বোম্বে হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেছে। কিন্তু এত কিছুর পরেও চুপ করে থাকেননি কঙ্গনা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে রাবণের সঙ্গে তুলনাও করেছেন তিনি।

আরও পড়ুন-সংসদ অধিবেশনের আগে চেকআপ করতেই ভর্তি হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জানাল এইমস