সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশনের আগে শারীরিক চেকআপ করে নিতেই এইমসে ভরতি হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার এক বুলেটিনে জানাল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস বা এইমস। এর আগে অগাস্টের শুরুতে কোভিড পজিটিভ হওয়ায় গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অমিত শাহ। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর শ্বাসকষ্ট হওয়ায় দ্বিতীয় দফায় এইমসে ভরতি হয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার দু’সপ্তাহের মধ্যে শনিবার গভীর রাতে ফের এইমসে ভর্তি করতে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এই খবরে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ে বিজেপির কর্মী মহলে। তবে রবিবার হাসপাতালের তরফে জানানো হয়, সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে পুরো চেকআপের জন্য ভর্তি হয়েছেন অমিত শাহ। এখন এইমসের কার্ডিও নিউরো টাওয়ারে রাখা হয়েছে তাঁকে।
রবিবার এই প্রসঙ্গে এইমস-এর বুলেটিনে জানানো হয়েছে, গত ৩০ অগাস্ট কোভিড পরবর্তী চিকিৎসার পর এইমস থেকে ছাড়া পান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় চিকিৎসকের দেওয়া পরামর্শ অনুযায়ী সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে সম্পূর্ণ শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এই কাজের জন্য ১-২ দিন এখানে ভর্তি থাকবেন তিনি।
আরও পড়ুন-আর পর্দার আড়ালে নয়, এবার বিজেপিতেই যোগ দিচ্ছেন কঙ্গনা, জল্পনা তুঙ্গে



































































































































