পুজোর আগেই রাজ্যে চালু হতে পারে লোকাল ট্রেন

0
3

মহামারির কারনে দীর্ঘদিন বন্ধ থাকা লোকাল ট্রেন পরিষেবা চালু হতে পারে দুর্গাপুজোর আগেই৷

দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এক সাংবাদিক বৈঠকে শুক্রবার এমনই ইঙ্গিত দিয়েছেন৷ এদিন জিএম বলেন, পুজোর আগেই লোকাল ট্রেন চালুর বিষয়টি নিয়ে উচ্চস্তরে ভাবনাচিন্তা চলছে। দিনকয়েকের মধ্যেই রাজ্যের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করা হবে। বৈঠকের জন্য রেলের তরফে রাজ্যকে চিঠিও দেওয়া হয়েছে। পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেল একসঙ্গে রাজ্যের সঙ্গে কথা বলবে। রাজ্যের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি জিএম জানিয়েছেন, ” শহরে মেট্রো পরিষেবা কেমন হচ্ছে সেটা আমরা দেখতে চাই। মেট্রোর ধাঁচে কিছু বিধিনিষেধ জারি করা যায় কি’না, তা নিয়ে ভাবা হচ্ছে৷”

একইসঙ্গে জেনারেল ম্যানেজার বলেছেন, “আগামিদিনে ডিজিটাল পেমেন্ট দিকেই ঝুঁকতে হবে। সংক্রমণ এড়াতেই এই ব্যবস্থা জরুরি।” তিনি বলেছেন, “অলাভজনক ট্রেন বন্ধ করার কোনও পরিকল্পনাই এখন নেই। যে সব স্টেশনে যাত্রী কম, সেইসব স্টেশনও বন্ধ করতে চায় না রেল।”

আরও পড়ুন- লকডাউনে ফের অগ্নিকাণ্ড! এবার মহেশতলায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন