আর ১০দিনের অপেক্ষা। শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন।
করোনা আবহে এবার ক্রোড়পতি আইপিএল দেশ ছেড়ে পাড়ি জমিয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। মেগা টুর্নামেন্টে অংশ নিতে আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজি দলগুলো ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সংযুক্ত আরব দেশে। এবার মরুশহরের পাড়ি জমালেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
ইতিমধ্যেই তিনি কলকাতা থেকে আমদাবাদ হয়ে উড়ে গিয়েছেন দুবাই। ৬ মাস পর বিমান সফরের কথা জানিয়ে ইনস্টাগ্রামে পোস্টও করেন সৌরভ। ছবিতে দেখা যাচ্ছে, সৌরভের মুখে জোড়া মাস্ক, মাথায় ফেস গার্ড। ক্যাপশনে মহারাজ লেখেন, “৬ মাসে এটাই আমার দুবাইয়ে প্রথম বিমান যাত্রা। আইপিএলের জন্য যাচ্ছি। জীবনযাত্রা এখন অনেকটাই বদলে গিয়েছে।” সৌরভের সঙ্গেই দুবাই উড়ে গিয়েছেন বোর্ড সচিব জয় শাহও।
আরও পড়ুন- অগ্নিমূল্যের বাজারে ন্যায্যমূল্যে সবজি দেবে যাদবপুরের শ্রমজীবী বাজার






























































































































