বছর বছর জোরকদমে থিমের লড়াই। আর এ বার করোনা আবহে ঠিক তার উল্টোটা। থিম চাপার লড়াই!সবাই সযত্নে গোপন রাখতে চাইছেন পুজোর থিম। পরের বছরের জন্য। উদ্যোক্তারা মুখে কুলুপ এঁটেছেন। এক বছর ‘গোপন কথাটি গোপনই’ রাখতে হবে যেনতেন প্রকারে।
 
 
 
শহরের দুর্গাপুজোর উদ্যোক্তারা বলছেন, ভাবনায় থাকা থিমের আত্মপ্রকাশে বিলম্ব হতে পারে, কিন্তু মৃত্যু হবে না।
 
 
 
 
 
 পরের বছর পুজোর জন্য তোলা থাকবে সেই ভাবনা। সযত্নে। দেখুন এবারের এক ঝলক ।
 
 
 
 
 
 

































































































































