- কোভিড যোদ্ধা হিসেবে পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়
 - আইন-শৃংখলার সামলানোর পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, তাঁদের নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়া, এমনকী রক্তদান ও প্লাজমা দান করেছে পুলিশ লকডাউনের সময়
 - কলকাতা পুলিশের সঙ্গে আগে স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা করা হত
 - কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশও এখন ভালো কাজ করছে
 - পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস পালিত হবে প্রতি বছর
 - পুলিশ মানবিক হয়ে কাজ করছে
 - পুলিশ রাস্তায় দাঁড়িয়ে, সামনের সারিতে থেকে কাজ করে
 - কিন্তু সামান্য ভুল ত্রুটি হলেও তাদের কুৎসা করা হয়
 - এমনকী পুলিশের পরিবারকেও খারাপ ভাবে আক্রমণ করা হয়
 - যেকোনো পরিস্থিতিতেই পুলিশ এগিয়ে এসে কাজ করে
 - কোভিড যোদ্ধা হিসেবে কাজ করতে গিয়ে তাদের করোনা আক্রান্ত হতে হয়েছে
 - কিন্তু তার আগে পর্যন্ত রক্ত প্লাজমা দান করেছে তারা
 - আগে পুলিশের কাজ কম ছিল, এখন সব কাজই করতে হয় পুলিশকে
 - আমফানের সময় বিডিও, ডিএম দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে পুলিশ
 - এতসব কাজের পরেও আইনশৃঙ্খলা রক্ষা করে পুলিশ
 - কলকাতায় অপরাধের হার অত্যন্ত কম
 - নাম না করে বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
 - পুলিশকে লক্ষ্য করে তারা আক্রমণ করছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী
 - দুর্গাপুজো নিয়ে গেরুয়া শিবির আইটি সেল মিথ্যে প্রচার করছে
 - তাদের ধরার ব্যবস্থা করা হচ্ছে
 - তাদের পাবলিকলি কান ধরে ১০০ বার উঠবোস করানো হবে
 - মিথ্যা অপপ্রচার চালাচ্ছে
 - ওদের নাম করলে ওরা বেশি প্রচার পেয়ে যাবে
 - এখনো রাজ্য সরকার কোন পুজো নিয়ে মিটিং করেনি
 - লুকিয়ে সমালোচনা করছেন কেন
 - সাহস থাকলে সামনে এসে সমালোচনা করুন
 - পুলিশদের বাড়িতে গিয়ে তাদের ভয় দেখিয়েছে আসা হচ্ছে
 - ভুলে যায়নি রাজীব কুমারের বৃদ্ধা মাকে বাড়িতে গিয়ে ভয় দেখানো হয়েছিল
 - লড়বো যতদিন বাঘের মতো লড়ব, মরলে একদিন মরব
 - যদি দুর্গাপুজা নিয়ে যে মিথ্যে প্রচার চালানো হচ্ছে, তা সত্যি যদি রাজ্য সরকার করে তাহলে আমি ১০০ বার জনগণের সামনে উঠবোস করব
 - আগেই সরকারের কান ধরে নিয়ে আসবে বলছিল
 - এখন পুলিশের কান ধরে নিয়ে আসবে বলছে
 - আগামী দিনে তোদের কান ধরে কে নিয়ে আসবে সেটা সামলা
 - ৭৯৬৩ জন পুলিশ কোভিড আক্রান্ত হয়েছেন কাজ করতে গিয়ে
 - ২৪ জন পুলিশ কর্মী মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে
 - যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হচ্ছে আজ
 - প্রচুর সরকারি কর্মীও করোনা মোকাবিলায় গিয়ে ভাইরাস আক্রান্ত হয়েছেন
 - দমকল কর্মীদেরও সুযোগ পাওয়া উচিত, কারণ তারাও জীবন নিয়ে কাজ করে
 - কেন্দ্রের কাছে প্রচুর টাকা বকেয়া রয়েছে, তারা এখনো কোনো টাকা দিচ্ছে না
 - জঙ্গলমহলের জুনিয়র কনস্টেবলদের ফুল কনস্টেবল করা হল
 - কনস্টেবল সহ বেশকিছু পুলিশকর্মীর ছুটি দশদিনের থেকে বাড়িয়ে ২৪ দিন করা হল
 - পুজোয় ২০০০ টাকা করে বোনাস দেওয়া হবে
 - হোমগার্ডের মাসে ২০৪০ টাকা বাড়ল
 - সিভিক ভলেন্টিয়ারদের টাকা বাড়ানো হল
 - আশাকর্মীদের টাকাও বাড়ানো হল
 - হোমগার্ড, সিভিক পুলিশ, আশা কর্মী সবাইকেই অবসরের পর তিন লাখ টাকা করে দেওয়া হবে
 - তিন মাস অন্তর দুদিন সবেতন ছুটি পাবে
 - অ্যাক্রিডিটেশন কার্ড থাকা নবান্ন এবং বিধানসভা খবর করা সাংবাদিকদের পুজোয় ২০০০ টাকা করে বোনাস
 - জেলার অ্যাক্রিডিটেশন থাকা সাংবাদিকদের এক হাজার টাকা করে বোনাস
 - আনন্দপুরে আক্রান্ত মহিলাকে বাঁচাতে গিয়ে জখম নীলাঞ্জনা চট্টোপাধ্যায়ের চিকিৎসার ভার বহন করবে সরকার
 - ওড়িশার নার্সিংহোমকে গ্লোরিফাই করে মিডিয়ায় পোস্ট হচ্ছে
 - যারা করছে তাদের জানা উচিত রাজ্যে বিনা পয়সায় কোভিডের চিকিৎসা হয়
 - সাইবারক্রাইমকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে
 - সাইবারক্রাইম ডেঞ্জারাস ক্রাইম একসঙ্গে অনেক লোককে মেরে দেয়, দাঙ্গা করে যায়
 - যেসব সাংবাদিকের চাকরি চলে গেছে, যারা ডিজিটালে কাজ জানে তাদের দেখে নিয়ে কাজ দিন
 - যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের এই কাজে যুক্ত করা যেতে পারে
 - পরবর্তীকালে এই কাজের সার্টিফিকেট তাদের সুযোগ দেবে
 - পুলিশকে উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন মুখ্যমন্ত্রীর
 
আরও পড়ুন : গরিব কল্যাণ রোজগার অভিযানে পুরুলিয়ার নাম অন্তর্ভুক্তির নির্দেশ হাইকোর্টের


































































































































