শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত সামান্য কমে ৭৫,৮০৯

0
3

দেশজুড়ে করোনার দাপটের মধ্যে কিছুটা স্বস্তি। বিগত বেশ কয়েকদিনের তুলনায় আক্রান্তের সংখ্যা কিছুটা হ্রাস পেল। এবার গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৭৫,৮০৯ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২,৮০,৪২৩ জন।

পাশাপাশি এই ২৪ ঘণ্টায় সময়ের মধ্যে দেশজুড়ে করোনার বলি হয়েছেন ১,১৩৩ জন রোগী। ফলে এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু হয়েছে ৭২,৭৭৫ জন রোগীর। আজ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমন তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে চিকিৎসাধীন রয়েছেন ৮,৮৩,৬৯৭ জন। পাশাপাশি ইতিমধ্যেই করোনা জয়ের পর সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন ৩৩,২৩,৯৫১ জন।

আরও পড়ুন : বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় কোভিড আক্রান্ত