সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল। ফের শহরের বাজারগুলোতে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)। আজ, মঙ্গলবার দফতরের আধিকারিকরা ফের একবার মানিকতলা বাজার পরিদর্শনে আসেন। বাজারের মধ্যে বেশ কিছুক্ষণ বিভিন্ন দোকান তাঁরা পরিদর্শন করেন এবং সমস্ত খুচরো আলু ব্যবসায়ীদের নির্দেশ দেন, কেজি প্রতি ৩০ টাকার বেশি দামে আলু বিক্রি করা যাবে না। যারা বেশি দামে আলু বিক্রি করছেন, তাদেরকে আধিকারিকরা ধমক দেন এবং বলেন একজনের জন্য পুরো বাজারের বদনাম হচ্ছে। অর্থাৎ, বাজারের সমস্ত আলু ব্যবসায়ীদের একই দামে আলু বিক্রি করতে হবে।
কিন্তু তা সত্ত্বেও কিছু আলু ব্যবসায়ী বেশি দামে আলু বিক্রি করছেন বলে অভিযোগ। তাদের বক্তব্য, বেশি দামে আলু কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তাদের পক্ষে ৩০ টাকা কেজি দরে আলু বিক্রি করা সম্ভব হচ্ছে না। তাই তারা ৩২ টাকা কেজি দরে আলু বিক্রি করছেন।
আরও পড়ুন- মধ্যযুগীয় কায়দায় আক্রমণ করতে বর্শা হাতে এগোতে থাকে লাল ফৌজ! সামনে এল বিস্ফোরক ছবি






























































































































