প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দিদি প্রিয়াঙ্কার বিরুদ্ধে আনা রিয়া চক্রবর্তীর অভিযোগ সিবিআই এর হাতে তুলে দিল মুম্বই পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশে সুশান্ত মৃত্যু রহস্যের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেইমত রিয়ার অভিযোগ নিয়ে তদন্তের জন্য তা সিবিআইকেই দেওয়া হল। সোমবার বান্দ্রা পুলিশ স্টেশনে সুশান্ত সিং রাজপুতের দিদি প্রিয়াঙ্কা ও দিল্লির কার্ডিওলজিস্ট ডা. তরুণ কুমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী। এনডিপিএস আইনে তিনি দুজনের বিরুদ্ধে জাল প্রেসক্রিপশনে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ এনেছেন। রিয়া তাঁর অভিযোগে বলেছেন, বাইপোলার ডিসঅর্ডারে ভোগা মুম্বইবাসী সুশান্তকে কোনওরকম শারীরিক পরীক্ষা না করে সাইকোট্রপিক ড্রাগ খাওয়ার পরামর্শ দেন তাঁর দিদি প্রিয়াঙ্কা। যে ওষুধগুলি খাওয়ার পাঁচদিন পর সুশান্তের মৃত্যু হয়। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের যে চিকিৎসকের প্রেসক্রিপশন পাঠানো হয়েছিল, তিনি আদতে একজন কার্ডিওলজিস্ট। তাঁর মানসিক রোগের চিকিৎসার এক্তিয়ারই নেই। অথচ তাঁর নাম করেই সুশান্তকে সাইকোট্রপিক ড্রাগ দেওয়া হয়েছিল যা বেআইনি ও জালিয়াতির পর্যায়ে পড়ে। গোটা বিষয়টি নিয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন রিয়া চক্রবর্তী। মুম্বই পুলিশ এই কেসটি সিবিআইকে দেওয়ায় এখন তাদেরই এটা নিয়ে তদন্ত করার কথা।
আরও পড়ুন- ভোডাফোন-আইডিয়া এখন ‘ভিআই’, জেনে নিন নতুন প্ল্যানগুলি



































































































































