শিবসেনার হুমকির জেরে কঙ্গনা রানাওয়াতকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্র। তাঁকে ঘিরেই এককালের জোটসঙ্গী বিজেপি ও শিবসেনা চাপানউতোর। কঙ্গনাকে কেন্দ্রীয় সরকারের ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্তকে যখন অনেকেই সমালোচনা করছেন, তখন এই বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থনই করেছেন সঙ্গীতশিল্পী দালের মেহেন্দি ৷ টুইট করে তিনি জানিয়েছেন, ‘‘ কেন্দ্রীয় সরকার যখন থেকে কঙ্গনার সুরক্ষা ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, তখন থেকেই কিছু কংগ্রেসীদের খুব অসুবিধা হচ্ছে ৷ যারা নিজেরাই ৭০ বছর ধরে কোনও বিপদ ছাড়াই কড়া নিরাপত্তা ব্যবস্থার মজা নিয়ে এসেছেন এতদিন ৷ সত্যিই লজ্জাজনক !’’
केंद्र सरकार द्वारा @KanganaTeam को जब से सुरक्षा उपलब्ध करायी है तब से कुछ कांग्रेसियों को इतनी मिर्ची क्यों लग रही है
70 साल तक बिना किसी ख़तरे के सैकड़ो @INCIndia सुरक्षा का मज़ा लेते रहे शर्मनाक है @congress_ का चरित्र।@PMOIndia @HMOIndia @JPNadda @naveenjindalbjp @BJP4India pic.twitter.com/Ja1PS0AC3D— Daler Mehndi (@dalermehndi) September 7, 2020
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে স্বজনপোষণ, মাদক যোগ নিয়ে সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত। তার অভিযোগের তীর মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুলিশের দিকে। এমনকী, মুম্বইকে পাক-অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছেন তিনি। এরপরই তাঁকে মুম্বইতে ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় শিবসেনা। যদিও এভাবে তাকে আটকে রাখা যাবে না, থামানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত।


































































































































