হোমগার্ড থেকে আশাকর্মী- অবসরের পর 3 লাখ টাকা, সাংবাদিকদের বোনাস: মুখ্যমন্ত্রী

0
3

অতিমারি পরিস্থিতিতেও পুজোর আগে সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে তিনি ঘোষণা করেন কনস্টেবল, সিভিক ভলেন্টিয়ার-সহ অনেকেই পুজোর বোনাস পাবেন। একই সঙ্গে তিনি জানান, এবার সাংবাদিকদেরও পুজোর বোনাস দেবে রাজ্য সরকার। সেক্ষেত্রে অ্যাক্রিডিটেশন কার্ড থাকা নবান্ন এবং বিধানসভা খবর করা সাংবাদিকদের পুজোয় 2000 টাকা করে বোনাস দেওয়া হবে। বাদ যাবেন না জেলা সাংবাদিকরাও। জেলার অ্যাক্রিডিটেশন থাকা সাংবাদিকদের এক হাজার টাকা করে বোনাস দেওয়া হবে।
এর সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন-

• সিভিক ভলেন্টিয়ারদের টাকা বাড়ানো হল।

• হোমগার্ড, সিভিক পুলিশ, আশা কর্মী সবাইকেই অবসরের পর তিন লাখ টাকা করে দেওয়া হবে।

• হোমগার্ডের মাসে 2040 টাকা বাড়ল।

• আশাকর্মীদের টাকাও বাড়ানো হল।

• কনস্টেবল সহ বেশকিছু পুলিশকর্মীর ছুটি দশদিনের থেকে বাড়িয়ে 24 দিন করা হল।

• তিন মাস অন্তর দুদিন সবেতন ছুটি পাবেন তাঁরা।

এর সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রবিবার রাতে আনন্দপুরে আক্রান্ত মহিলাকে বাঁচাতে গিয়ে জখম নীলাঞ্জনা চট্টোপাধ্যায়ের চিকিৎসার ভার বহন করবে রাজ্য সরকার।

আরও পড়ুন- পরিযায়ী পরিবারের কচিকাঁচাদের পড়িয়ে রোল মডেল পুলিশ-স্যার