অপহৃত পাঁচ ভারতীয় চিনে আছে বলে শেষ পর্যন্ত স্বীকার করল বেজিং । দিন কয়েক আগে অরুণাচল থেকে এই পাঁচ ভারতীয়কে লালফৌজ অপহরণ করে বলে অভিযোগ জানিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। যদিও সে সময় চিন সে কথা অস্বীকার করেছিল। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, শেষ পর্যন্ত চিন স্বীকার করতে বাধ্য হয়েছে যে অরুণাচল থেকে অপহৃত পাঁচ ভারতীয় চিনেই রয়েছে । এক সাংবাদিকের টুইটের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী রবিবার এ কথা জানান। ওই সাংবাদিকের টুইটের জবাবে রিজিজু জানান, ভারতীয় সেনা ইতিমধ্যেই চিনের সেনাবাহিনীকে হটলাইনে মেসেজ পাঠিয়েছে। এখনও বেজিং থেকে কোনও জবাব পাওয়া যায়নি। বেজিংয়ের এই নীরবতায় স্পষ্ট যে অপহৃতদের চিনেই আটকে রাখা হয়েছে ।
লাদাখ সীমান্তে যখন সংঘাত থামার কোনও লক্ষণ নেই, তখন এই অপহরণ নিয়ে রীতিমতো চাপানউতোর শুরু হয়েছে বেজিং ও ভারতের মধ্যে। ঘটনার সূত্রপাত গত শুক্রবার অরুণাচলের নাকো এলাকায়। সেখানেই অপহরণের ঘটনা ঘটে। দুই ভারতীয় কোনওমতে পালিয়ে গিয়ে পুলিশকে সমস্ত তথ্য জানায়। তারপরই অপহরণের ঘটনা প্রকাশ্যে আসে। কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিনং ইরিং টুইটে লিখেছেন, আপার সুবানসিরি জেলার নাচোয় জঙ্গলে শিকার করতে যাওয়া পাঁচ ভারতীয় নাগরিককে লাল ফৌজ অপহরণ করেছে । এই ব্যাপারে দ্রুত কেন্দ্র হস্তক্ষেপ করুক । ঘটনার তদন্ত শুরু করেছে নাকো থানার পুলিশ। যদিও সেনাবাহিনী ও কেন্দ্রের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি ।
































































































































