কলেজে ভর্তির সময় বেআইনি লেনদেন রুখতে অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু করেছে রাজ্য সরকার। কিন্তু তারপরেও প্রতারণার খবর মিলছে। কলেজে ভর্তির নামে জালিয়াতির অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে চিৎপুর থানায় অভিযোগও দায়ের করেছেন দক্ষিণ কলকাতার কসবা এলাকার এক মহিলা।
রাজডাঙা মেন রোডের বাসিন্দা ওই মহিলার সঙ্গে কসবার বেদিয়াডাঙার বাসিন্দা আমনের আলাপ ছিল। মহিলার অভিযোগ, তাঁর ভাইঝি ও তাঁর বন্ধুদের উত্তর কলকাতার কাশীপুরের একটি কলেজে ভর্তি করানোর ব্যবস্থা করের দেওয়ার প্রতিশ্রুতি দেন আমন। সেই বিষয়ে অভিযোগকারিণীর সঙ্গে হিমাংশু নামে আরেক যুবকের পরিচয় করিয়ে দেন আমন। বড়তলার বাসিন্দা হিমাংশু নিজেকে কাশীপুর রোডের ওই কলেজের প্রাক্তন ছাত্র বলে পরিচয় দেন। ওই মহিলার ভাইঝি ও ভাইঝির তিন বন্ধুকে কলেজে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন বলেও অভিযোগ। বদলে ১ লাখ ৫১ হাজার টাকা দাবি করেন।
কয়েক দফায় নগদ ও অনলাইনে সেই টাকা হিমাংশুকে দেন ওই মহিলা। বদলে হিমাংশুও অনলাইনে কিছু নথি পাঠায়। সেই নথি নিয়ে পড়ুয়ারা কলেজে ভর্তি হতে গেলে, জানা যায় সেগুলি জাল। এর পরই ওই মহিলা চিৎপুর থানায় আমন ও হিমাংশুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
ভর্তির বিষয় জালিয়াতি বন্ধ করতেই রাজ্য সরকার অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু করেছে। কিন্তু তারপরেও অসচেতনতা ফলে এই ধরনের প্রতারণার ঘটনা ঘটছে বলে মত পুলিশের।
আরও পড়ুন- করোনা-যোদ্ধা ও সফল পড়ুয়াদের সম্মান প্রদর্শন কাঁকুড়গাছিতে
































































































































