আজ রাজ্যে সাপ্তাহিক পূর্ণ লকডাউন। সেপ্টেম্বর মাসের এটাই প্রথম সাপ্তাহিক লকডাউন। শুধুমাত্র চালু রয়েছে জরুরি পরিষেবা। পার্ক সার্কাসে চলছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কিছু গাড়ি। পুলিশি তৎপরতাও চোখে পড়ার মতন। চলছে নথি দেখার কাজও।
বিগত লকডাউনের মতো এদিনের লকডাউনে পুলিশের নজরদারি চলছে। কলকাতাতেও কয়েকটি এলাকায় নজরদারি এড়িয়ে রাস্তায় বের হয়েছেন মানুষজন। সকাল থেকেই রাজাবাজারে খোলা দোকানপাট। lলা এগারোটা নাগাদ সেখানে পুলিশ আসে। তাঁরাই বন্ধ করায় দোকানপাট। একই চিত্র দেখা গিয়েছে উল্টোডাঙা, নারকেলডাঙা এলাকায়।
তবে শহরের অন্যন্য এলাকায় পুলিশের কড়া নজরদারিতেই চলছে লকডাউন। রাস্তায় বের হওয়া গাড়ি, মোটরবাইক ও সাইকেল আরোহীদের প্রয়োজনীয় নথি ও অনুমতিপত্র দেখা হচ্ছে। যারা সেটা দেখাতে পারছেন না, তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ। কলকাতায় ঢোকার সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তায় চলছে নাকা চেকিং। কলকাতায় ঢোকা ও বের হওয়ার রাস্তায় কড়া নজর রাখছে পুলিশ। সাধারণ মানুষ কিন্তু আজকের সম্পূর্ণ লকডাউনে পুরোপুরি সাড়া দিয়েছেন ।রাজ্যে সুস্থতার হার ক্রমবর্ধমান ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.