শোভন সর্বকালের অন্যতম সেরা রাজনীতিবিদ: বৈশাখী

0
2

শোভন চট্টোপাধ্যায়, যাঁকে মেয়র থাকাকালীন গুরুত্বহীন রসিকতায় হেলায় জলে ফেলে দেন মুখ্যমন্ত্রী, তাঁকে সর্বকালের অন্যতম সেরা রাজনীতিবিদ বললেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভনের প্রতি মনীষীজনিত মুগ্ধতায় বৈশাখী বলেন,” তিনি গত আড়াই বছরে যে হোমওয়ার্ক করেছেন, এখনও যা বিশ্লেষণ করেন, তাতে তিনি সর্বকালের অন্যতম সেরা।”

এই সংলাপ আপাতত এ বছরের শ্রেষ্ঠ রাজনৈতিক হাস্যরসাত্মক সংলাপ বলে চিহ্নিত হচ্ছে।

সোমবার এক বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার প্রচারিত হয় শোভন- বৈশাখীর।
তৃণমূল দরজা কার্যত বন্ধ করে দেওয়ায় তাঁদের সামনে বিজেপিতেই থেকে যাওয়া ছাড়া পথ নেই।
শোভন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘুরিয়ে বিরোধিতা করেন। স্ত্রী রত্নাকে কার্যত ব্যাভিচারিণী বলেন।
অন্যদিকে অরবিন্দ মেননের প্রশংসা করেন।
তবে বিজেপিতেই যোগ দিলেও যে এখানে বিড়ম্বনায় পড়তে হয়েছিল, তা মেনে নেন শোভন। তিনি বলেন,” এরকম যেন আর কারুর না হয়।” এবার এইসব সমস্যা কাটিয়েই মাঠে নামতে চান বলে ইঙ্গিত দেন তিনি। শিগগিরই তাঁকে সক্রিয়ভাবে দেখা যাবে।
বৈশাখীও বিজেপির ঢালাও প্রশংসা করেন।
উল্লেখ্য, তৃণমূল বুঝিয়ে দিয়েছে কোনো শর্ত বরদাস্ত করা হবে না। শোভন ফিরতে চাইলে ফিরতে পারেন।
ফলে বিজেপিতেই ভেসে থাকা ছাড়া আর কোনো পথ শোভনের নেই।
বৈশাখী অবশ্য বুঝিয়ে দিতে চান শোভন একা বা নিঃসঙ্গ নন। তাঁর বাড়িতে বহু মানুষ দেখা করতে আসছেন।
শোভন এদিন দুরমুশ করেন রত্নাকে।

তিনি বলেন,” মমতাদি যখন যা বলেছেন করেছি। তার জন্য অনেকে শত্রু হয়েছে। তারা যখন জোটবদ্ধ হয়েছে, তখন আমি পাশে কাউকে পাইনি।” শোভন বলেন, দাম্পত্যজীবনের সমস্যার প্রশ্নে তাঁকে বহু পরামর্শ মমতাদিই দিয়েছিলেন। এক জায়গায় তিনি বলেন,” ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার।”

আরও পড়ুন- দুই দলেরই দৃষ্টি আকর্ষণে মরিয়া শোভনশিবির !