জাল প্রেসক্রিপশনে ভুল ওষুধ দিয়েছে সুশান্তের দিদি প্রিয়াঙ্কা! বিস্ফোরক অভিযোগ দায়ের রিয়ার

0
2

সুশান্ত মৃত্যুরহস্যে নয়া মোড়। সুশান্ত সিং রাজপুতের দিদি দিল্লিবাসী আইনজীবী প্রিয়াঙ্কার বিরুদ্ধে জাল প্রেসক্রিপশন বানিয়ে অভিনেতাকে ভুল ওষুধ খাওয়ানোর বিস্ফোরক অভিযোগে মুম্বই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন রিয়া চক্রবর্তী।

বান্দ্রা পুলিশ স্টেশনে এই অভিযোগ দায়ের করেন সুশান্তের বান্ধবী। শুধু সুশান্তের দিদিই নয়, তরুণ কুমার নামে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের যে চিকিৎসকের প্রেসক্রিপশন পাঠানো হয়েছিল তাঁর বিরুদ্ধেও লিখিত অভিযোগ দায়ের করেছেন রিয়া। রিয়ার দাবি, যে চিকিৎসকের নামে প্রিয়াঙ্কা প্রেসক্রিপশন পাঠিয়েছিলেন, সেই চিকিৎসক আদৌ সাইকিয়াট্রিস্ট নন। তিনি অন্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক। রিয়ার অভিযোগ, মুম্বইবাসী সুশান্তর কোনওরকম শারীরিক পরীক্ষা না করেই দিল্লি থেকে ভুয়ো প্রেসক্রিপশন বানিয়ে পাঠান তার দিদি দিদি প্রিয়াঙ্কা। এরপর জোর করে অভিনেতাকে কয়েকটি সাইকোট্রপিক ড্রাগ খেতে বাধ্য করেন তিনি, যেগুলি খাওয়ার মাত্র পাঁচ দিনের মধ্যে সুশান্তের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ সুশান্তের মৃত্যুর পিছনে এই সাইকোট্রপিক ড্রাগের ভূমিকা ছিল বলে বিস্ফোরক ইঙ্গিত করেছেন রিয়া। তিনি একদিকে যেমন এনডিপিএস আইনে সুশান্তের দিদি প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, তেমনি রোগী না দেখে এবং সাইকিয়াট্রিস্ট না হয়ে সাইকোট্রপিক ড্রাগ নিতে বলার জন্য সংশ্লিষ্ট ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসাশাস্ত্রের এথিকস বিরোধী কাজের দায়ে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। রিয়া চক্রবর্তীর এই বিস্ফোরক অভিযোগকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে মুম্বই পুলিশ।

আরও পড়ুন : পুলিশের কড়া নজরদারিতে চলছে আজকের লকডাউন