মেট্রো সুড়ঙ্গ থেকে স্রোতের মতো বইছে কাদাজল। আর সেই কাদাজল নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়ালো বাসিন্দাদের মধ্যে। ঘটনাস্থল শিয়ালদা স্টেশনের ঢিল ছোঁড়া দূরত্বে কোলে মার্কেট । কোলে মার্কেট সংলগ্ন সুড়ঙ্গে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছে। হঠাৎই দেখা যায় যে কাদাজল প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়েছে রাস্তায়। বাসিন্দারা অবাক হয়ে যান এই ঘটনায়। যদিও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, এজন্য ভয় পাওয়ার কিছু নেই।মাটিযে গ্রাফটিং এর কাজ চলছিল। তাই এরকম ঘটনা আকছারই ঘটে। তবে এভাবে পাবলিক প্লেসে এই প্রথম এই ধরনের ঘটনা ঘটায় মানুষের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক যদিও মেট্রো কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন যে এর থেকে কোনও
দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নেই। মেট্রো কর্তারা জানিয়েছেন, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে তারা কড়া নজর রেখেছেন। কিন্তু যে জায়গায় মেট্রো সুড়ঙ্গের কাজ চলছে সেখানে এমন পরিস্থিতি গ্রাফটিং এর কাজ করতে গিয়েই এরকম বিপদের সম্মুখীন তারা।































































































































