প্রোমোটারি রাজ: মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় দাঁড় করিয়ে রাখার অভিযোগ

0
2

প্রোমোটারকে বাড়ি লিখে দিতে না চাওয়ায় ঘর থেকে মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় দাঁড় করিয়ে রাখার অভিযোগ। সঙ্গে বেদম মারধর। মধ্যযুগীয় বর্বরতার অভিযোগে চাঞ্চল্য পাটুলিতে।

অভিযোগ, এলাকার প্রভাবশালী প্রোমোটার, তাঁর ঘনিষ্ঠ বান্ধবী এবং তাঁর মদতপুষ্ট স্থানীয় মহিলাদের দিয়েই এই মহিলাকে এইভাবে বিবস্ত্র করিয়েছিলেন।শনিবার বিকেল চারটে নাগাদ পাটুলির বাঘাযতীন রেলগেটে এই ঘটনা ঘটে। সেই সময় মহিলার স্বামী বাড়িতে ছিলেন না। তিনি সন্ধে ৬টা নাগাদ ফিরলে, দম্পতি থানায় অভিযোগ দায়ের করতে যান।

সেখানেও সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত তাঁদের বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। পরে গভীর রাতে লিখিত অভিযোগ নেয় পুলিশ। ঘটনায় এখনও কেউ গ্রেফতার না হওয়ায় আতঙ্কিত ওই দম্পতি।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই দম্পতির উপর বাড়িটি লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন অভিযুক্ত প্রোমোটার। কিন্তু দম্পতি রাজি না হওয়ায় শনিবার মহিলাকে একা পেয়ে সঙ্গিনীদের নিয়ে চড়াও হন ওই প্রোমোটার। কিন্তু খাস কলকাতা শহরের বুকে এই ধরনের মধ্যযুগীয় বর্বরতা আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন : ঘরে খাবার পৌঁছে দেবে এবার ‘ডেলিভারি মাচো’