ফুলবাগানের রেস্তোরাঁয় শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৩

0
3

আনন্দপুরের ঘটনার মধ্যেই শহরের অন্যপ্রান্তে শ্লীলতাহানীর অভিযোগ মত্ত যুবকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। ফুলবাগানে রেস্তরাঁয় ডিনার কখন করতে যাওয়া তরুণীদের শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে ফুলবাগান থানার পুলিশ।

ওই রাতে ফুলবাগানের একটি রেস্তোরাঁয় ডিনার করতে যান কয়েকজন তরুণী। সঙ্গে শিশুরাঊ ছিল।
কাঁকুড়গাছির ওই রেস্তোরাঁয় ডিনারে গিয়ে নিজেদের মধ্যেই গল্পগুজবে মেতেছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় সেখানে ৩ মত্ত যুবক উপস্থিত ছিলেন। তরুণীরা যখন ডিনার করছিলেন, তখন অন্য টেবিলে বসা ওই ৩ যুবক তাঁদের ছবি তোলার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করেন তরুণীরা। অভিযোগ, প্রতিবাদ করাতে রেস্তরাঁর ভিতরেই তরুণীদের উত্ত্যক্ত করতে থাকেন অভিযুক্তরা।

পরিস্থিতি উত্তপ্ত হতে রেস্তোরাঁর তরফে ফুলবাগান থানায় ফোন করা হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত তিন মত্ত যুবককে গ্রেফতার করা হয়। যদিও ওই যুবকদের সঙ্গে থাকা আত্মীয়দের মতে, অভিযোগকারীদের নয়, তাঁরা নিজেদেরই ছবি তুলছিলেন। অভিযোগকারীরাই ওই যুবকদের সঙ্গে অভব্য আচরণ করে। তবে এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি রেস্তোরাঁ কর্তৃপক্ষ।

আরও পড়ুন : দলীয় নেতার শাস্তিতে ক্ষুব্ধ রবীন কেন বিমানের সঙ্গে ঝগড়া করলেন?