BREAKING: এবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

0
3

ফের রাজ্য মন্ত্রিসভায় করোনার থাবা। এবার করোনা আক্রান্ত হলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জানা গিয়েছে, মৃদু উপসর্গ নিয়ে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর রিপোর্টও পজিটিভ এসেছে। তবে মৃদু উপসর্গ হলেও জ্যোতিপ্রিয় মল্লিকের যেহেতু হাই ডায়াবেটিস রয়েছে, তাই বিষয়টিকে একেবারেই হালকা ভাবে নিচ্ছেন না চিকিৎসকরা।

এই প্রথিম নয়, এর আগেও শাসক দলের একাধিক নেতা-মন্ত্রী মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যুর ঘটনাও ঘটেছে। আমফান পরবর্তী সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসও। সুজিত বসু শুরুতে হোম আইসোলেশনে থাকলেও পরে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তিনি অবশ্য করোনাকে জয় করে কিছুদিনের মধ্যেই স্বাভাবিক জীবনে ফিরেছিলেন।
করোনা আক্রান্ত হয়েছিলেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষও। করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও। এবার সেই তালিকায় জ্যোতিপ্রিয় মল্লিক।

এর মাঝে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের। তমোনাশ ঘোষেরও সুগার ছিল মাত্রাতিরিক্ত। সম্প্রতি, করোনায় মৃত্যু হয় এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাসের।

আরও পড়ুন- রাত পোহালেই সেপ্টেম্বরের প্রথম পূর্ণাঙ্গ লকডাউন: সতর্ক প্রশাসন, আপনিও সচেতন হোন