“জগদীপ ধনকড় বিজেপির বড় দালাল”৷ এই ভাষাতেই এবার রাজ্যপালকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
রবিবার হুগলির চাঁপদানিতে এক রক্তদান শিবিরের মঞ্চ থেকে রাজ্যপালকে নজিরবিহীন
তোপ দেগে তিনি বলেন, “২০২১-এর বিধানসভা নির্বাচনের পর এই রাজ্যপালকেই ফের শপথ গ্রহণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকতে হবে৷ সেদিন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ বলে চোখ মুছতে মুছতে বাড়ি ফিরবেন ধনকড়।”
পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও আক্রমণ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “১৮ জন CISF- এর কোলে চেপে শ্রীরামপুরে রাজনীতি করতে আসার থেকে বরং শাড়ি পরে আয়।” বিজেপিকে সতর্ক করে তিনি বলেন, ”৩৪ বছর লড়াই করে বাংলায় এসেছি। বিজেপির অনেকের নাম শোনা যাচ্ছে, এরা নাকি সব বাংলার মুখ্যমন্ত্রী হবেন। বিজেপি তো একুশের ভোটে ১৮ টা আসনও পাবে না৷ গত ৭ মাস ধরে করোনা ও আমফান- পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে চলেছেন, তাতে স্পষ্ট হয়েছে মুখ্যমন্ত্রী নন, বাংলার মানুষের মায়ের সমান মমতা।” কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের উত্তরে জগদীপ ধনকড় বা দিলীপ ঘোষ এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি৷
আরও পড়ুন- কামারহাটিতে বোমা বিস্ফোরণে মৃত ২, গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন ১






























































































































