কৃতি চিকিৎসকের হাত ধরে যাত্রা শুরু ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিকের

0
3

কলকাতা মেডিকেল কলেজে যাত্রা শুরু করল ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিক। আজ, শনিবার আনুষ্ঠানিক ভাবে চালু হলো এই ক্লিনিক। এই ক্লিনিকের দায়িত্বে আছেন সার্জারি বিভাগের সহকারি অধ্যাপক ডা. ধৃতিমান মৈত্র। জেনারেল সার্জারি বিভাগের অন্তর্গত ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি বিভাগ কাজ করবে।

পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে এই ধরনের ক্লিনিক এই প্রথম। ডা. ধৃতিমান মৈত্র প্রথম চিকিৎসক যিনি ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারির বিশেষ ডিগ্রি অর্জন করেছেন। ২০১৭ সালে রাজ্য সরকারের অনুমোদন পেয়ে দিল্লির এইমসে পড়তে যান তিনি। ২০২০ সালে সংশ্লিষ্ট বিষয়ে পড়া শেষে গোল্ড মেডেল পান তিনি। ফিরে এসে ক্লিনিকের দায়িত্ব কাঁধে তুলে নিলেন। ডা. ধৃতিমান মৈত্র বলেন, “অ্যাড্রিনাল, থাইমাস, থাইরয়েড,প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্যানক্রিয়াসের এন্ডোক্রিন টিউমার , খাদ্যনালীতে এন্ডোক্রিন টিউমারের সার্জারি করা হবে। স্তনের যাবতীয় রোগের চিকিৎসাও করা হবে।”

আরও পড়ুন- এক ইঞ্চি জমি ছাড়ব না, চিনের হুঙ্কারের পর পাল্টা দিল ভারতও