সংক্রমণের জেরে খড়গপুর আইআইটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। শনিবার আইআইটি- র পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ৬ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ক্যাম্পাস। এই ৮ দিন ক্যাম্পাসের ভেতরে ঢোকা বা ক্যাম্পাস থেকে বাইরে বেরোনো যাবে না বলে সাফ জানিয়েছে কর্তৃপক্ষ।
দিন কয়েক আগে খড়গপুর আইআইটি- র বেশ কয়েকজন পড়ুয়ার ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এই আবহে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না কর্তৃপক্ষ। তাই একরকম লকডাউন ঘোষণা করেছে তারা। বিবৃতিতে বলা হয়েছে, ক্যাম্পাস বন্ধ থাকাকালীন প্রশাসনিক, পঠন-পাঠন সংক্রান্ত সব কাজ বাড়িতে বসেই করতে হবে। এই সময় অধ্যাপক, পড়ুয়া, কর্মীরাও ক্যাম্পাসে ঢুকতে পারবেন না। খড়গপুর আইআইটি ক্যাম্পাসের মধ্যে একটি স্কুল আছে। বন্ধ থাকবে সেই স্কুলের সব রকম কাজও।
আরও পড়ুন : রাজভবনের ৫ কর্মীকে ফিরিয়ে নিতে নবান্নে আর্জি রাজ্যপালের কার্যালয়ের


































































































































