প্রণববাবুর জীবনবিমার সমান ভাগীদার অভিজিৎ-শর্মিষ্ঠা

0
1

তাঁর জীবন, মতাদর্শ, রাজনৈতিক ভাবনা সবই একটা আদর্শ। কিন্তু শুধু সেটাই নয়, জীবনের মূল্যবোধকে তিনি কাজে পরিণত করেছেন। ব্যক্তি জীবনেও তিনি আদর্শ পিতা। ছেলেমেয়েকে যেমন সমানভাবে বড় করেছেন, তেমন উত্তরাধিকার হিসেবে দু’জনকেই সমান অধিকার দিয়ে গিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর জীবন বীমায় ছেলে এবং মেয়েকে সমানভাবে নমিনি করেছেন তিনি।
পিতা হিসেবে ছেলেমেয়ের প্রতি নৈতিক দায়িত্ব পালনে কোনও কার্পণ্য করেননি প্রণববাবু।
2018-র 9 জুলাই সরকারি জীবন বিমা সংস্থা এলআইসি-র জীবন অক্ষয় (ভি ওয়ান) পলিসি করান প্রণব মুখোপাধ্যায়। তার নমিনি করেন অভিজিৎ এবং শর্মিষ্ঠাকে। পলিসির সমান ভাগীদার করে যান ছেলে ও মেয়েকে। নিয়ম অনুযায়ী, ইতিমধ্যেই প্রণব মুখোপাধ্যায়ের আর্থিক লেনদেন ‘ফ্রিজ’ হয়ে গিয়েছে। আইন অনুযায়ী এখন অভিজিৎ এবং শর্মিষ্ঠা চাইলেই টাকা তুলে নিতে পারেন।
১৯৫৬ সালের পর থেকে প্রণব মুখোপাধ্যায়ই দেশের একমাত্র রাষ্ট্রপতি যিনি এলআইসি পলিসি করিয়েছিলেন। তাঁর পলিসি করে দিয়েছিলেন দেবাশিস দত্ত।