এমন পরিস্থিতির সম্মুখীন হবেন তা স্বপ্নেও ভাবতেই পারেননি গৃহকর্তা । কিন্তু বাস্তবে তেমনই ঘটেছে । বাড়িতে পা রেখেই গৃহকর্তা দেখেন, ঘরের মেঝেতে একজোড়া বিশাল পাইথন নিজেদের মধ্যে লড়াই করছে। তালের লড়াইয়ের তাণ্ডবে সারা ঘর লন্ডভন্ড। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে একটি বাড়িতে এমনই রোমহর্ষক কাণ্ড ঘটেছে। জানা গিয়েছে, একটি স্ত্রী সাপকে নিয়েই দুই পুরুষ পাইথনের লড়াই চলছিল। গৃহকর্তা সাপ ধরার জন্য সর্প বিশারদদের ফোন করেন। বিশেষজ্ঞরা এসে দু’টি পুরুষ পাইথনকে ধরে নিয়ে গিয়েছেন। কিন্তু তৃতীয় সাপটির সন্ধান এখনও পাওয়া যায়নি। ফলে আতঙ্ক কাটেনি ওই পরিবারে। সাপদু’টিকে বাগে এনেছেন স্টিভেন ব্রাউন। তিনি জানিয়েছেন, ‘আমি এর আগে কোনওদিন এত মোটা সাপ দেখিনি। সাপদু’টি যে প্রচুর পরিমাণে খায়, সেটা পেশি দেখেই বোঝা যায়। একটি সাপ ৯.৫ ফুট লম্বা আর অন্যটি ৮.২ ফুট লম্বা।’ এই দু’টি সাপকে ধরার পর নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দিয়েছেন ব্রাউন ও তাঁর সঙ্গীরা।































































































































