ভারতে করোনা আক্রান্তের হার সর্বাধিক ১৮ থেকে ৪৪ বছর বয়সের মানুষের মধ্যে। এই বয়সীরাই দেশের মোট আক্রান্তের অর্ধেকের বেশি।
করোনা আক্রান্তের যে বয়সভিত্তিক তালিকা কেন্দ্র বুধবার প্রকাশ করেছে, তাতেই এই তথ্য দেওয়া হয়েছে৷ ওই তালিকায় বলা হয়েছে:
? করোনা আক্রান্তের হার সর্বাধিক ১৮ থেকে ৪৪ বছর বয়সের মানুষের মধ্যে।
?এই বয়সীরাই মোট আক্রান্তের অর্ধেকের বেশি।
?সর্বাধিক মৃত্যু হয়েছে যাদের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে। দেশে মোট মৃত্যুর মধ্যে এই বয়সীরা ৫১ শতাংশ।
?৪৫ থেকে ৬০ বছর বয়সীদের মৃত্যুর হার ৩৬ শতাংশ।
? শিশু-কিশোরদের ক্ষেত্রে মাত্র ১ শতাংশ।
? ২৬ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে সংক্রমণের হার ৪০ শতাংশ।
?১৮ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে সংক্রমণের হার ১৪ শতাংশ।
?১৮ থেকে ৪৪ বয়সী আক্রান্তই দেশের মোট আক্রান্তের অর্ধেক।
?৪৫ থেকে ৬০ এর মধ্যে ২৬ শতাংশ এবং ৬০ বছরের বেশি অর্থাৎ প্রবীণদের ক্ষেত্রে এই হার ১২ শতাংশ।
?১৭ বছরের নীচে শিশু-কিশোরদের আক্রান্তের হার ৮ শতাংশ।
?মহিলাদের তুলনায় পুরুষদের মৃত্যুসংখ্যা
দ্বিগুণ।
?পুরুষদের মৃত্যুর হার ৬৯ শতাংশ।
?সারা দেশে ২২ আগস্ট পর্যন্ত ১৭, ৩১৫ জন মহিলার মৃত্যু হয়েছে।
?একই সময়ে ৩৮, ৯৭৩ জন পুরুষের মৃত্যু হয়েছে৷