ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বুধবার (২সেপ্টেম্বর) বাংলাদেশে একদিনের জাতীয় শোক পালিত হবে। প্রণববাবুর প্রয়াণের খবর পেয়েই এই ঘোষণা করে বাংলাদেশ সরকার। জাতীয় শোক পালনের জন্য বাংলাদেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। তথ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। প্রণব মুখার্জির মৃত্যু বাংলাদেশ তথা তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রণববাবুর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গভীর সম্পর্কের কথা উল্লেখ করেন। ব্যক্তিগত স্মৃতিচারণে হাসিনা জানান, সপরিবারে বঙ্গবন্ধুর হত্যার পর দিল্লিতে তাঁকে ও তাঁর বোনকে কীভাবে পরম স্নেহে আশ্রয় দিয়েছিলেন প্রণববাবু। ভারত- বাংলাদেশ সম্পর্ক মজবুত করতে প্রণব মুখার্জির অসামান্য অবদান ছিল বলে উল্লেখ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে বিরোধী দল বিএনপিও শোক প্রকাশ করেছে।
































































































































