প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আজ শেষকৃত্য। সকাল ৯টায় সেনা হাসপাতাল থেকে বের হয়েছে মরদেহ। নিয়ে যাওয়া হয়েছে তাঁর রাজাজি মার্গের বাসভবনে। সেখানেই দু’ ঘণ্টা শায়িত থাকবে মরদেহ। করোনা আবহে সামাজিক দূরত্ব-বিধি ও সমস্ত রকম সতর্কতা মেনেই হবে শেষ শ্রদ্ধাজ্ঞাপন। সকাল সাড়ে ৯টায় প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির বাসভবনে যাবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সকাল ১০টায় বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজাজি মার্গের বাসভবনে যাবেন সোনিয়া, রাহুল গান্ধীও। সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। এরপর তাঁকে দেওয়া হবে গান স্যালুট। দুপুর ২টো থেকে আড়াইটার মধ্যে লোধি এস্টেটে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে।
Home গুরুত্বপূর্ণ রাজাজি মার্গের বাসভবনে দু’ ঘণ্টা থাকবে প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহ, দুপুর ২টোয় শেষকৃত্য
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.