মৃত্যুর সঙ্গে দীর্ঘ পাঞ্জা লড়াইয়ের পর প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বছর উল্টোডাঙ্গা অরবিন্দ সেতু সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রণববাবুকে উৎসর্গ করবে এই পুজো। প্রাক্তন রাষ্ট্রপতির নামে এই পুজোর মঞ্চ থাকবে বলে জানিয়েছে ক্লাবের সদস্য মিন্টু পাত্র।
এছাড়াও মঞ্চের পাশে যে সাউন্ড বক্স থাকবে, তাতে বেজে উঠবে প্রাক্তন রাষ্টপতির কণ্ঠে উচ্চারিত চণ্ডীপাঠ। প্রতিবছর কীর্ণাহারে নিজের বাড়িতেনিজের কণ্ঠে তিনি দুর্গাপূজার সময় চণ্ডীপাঠ উচ্চারণ করতেন। বাড়ির সর্বোচ্চ ধ্বনিত হতো সেই চণ্ডীপাঠ। তবে এ বছর কিন্নাহার পুরোপুরি নিশ্চুপ থাকবে। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির কন্ঠে আর শোনা যাবে না সেই চণ্ডীপাঠ। তাই তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে অরবিন্দ সেতু সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রণববাবুর কণ্ঠে উচ্চারিত চণ্ডীপাঠ শোনাবে।
আরও পড়ুন- হরিদ্বারের গঙ্গায় অস্থি বিসর্জন, দিল্লি কালীবাড়িতে প্রণব মুখোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠান






























































































































