এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে পূর্ব নির্ধারিত সূচি মেনেই করোনা আবহের মধ্যেই দেশজুড়ে শুরু হতে চলেছে JEE মেইন ও NEET প্রবেশিকা পরীক্ষা। আর সেই কারণেই নিজেদের রাজ্যের JEE এবং NEET পরীক্ষার্থীদের সাহায্য করুন মুখ্যমন্ত্রীরা। নিজের টুইটার হ্যান্ডেলে এমনই আর্জি জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।
এক টুইট বার্তায় তিনি লেখেন, “আমি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন করছি, এই কঠিন পরিস্থিতিতে NEET-JEE পরীক্ষার্থীদের আপনারা সাহায্য করুন। এবং প্রয়োজন অনুসারে সঠিক ব্যবস্থা গ্রহণ করুন। খেয়াল রাখবেন, তারা যেন পরীক্ষা দিতে গিয়ে কোনওভাবে সমস্যায় না পড়ে।”
উল্লেখ্য, NEET-JEE নিয়ে ইতিমধ্যেই সারা দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে বিশেষ করে অবিজেপি রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রের সংঘাত তুঙ্গে। কেন্দ্রের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।করোনা পরিস্থিতে সেপ্টেম্বরে এ রাজ্যে কোনও পরীক্ষা সম্ভব নয় বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : পরীক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে প্রশ্ন রাজ্যের শিক্ষামন্ত্রীর


































































































































