পূর্ব ঘোষণা অনুযায়ী, করোনা মোকাবিলায় সেপ্টেম্বরে ঘোষিত তারিখগুলিতে পূর্ণাঙ্গ লকডাউন পালন হবে রাজ্যজুড়ে, বিজ্ঞপ্তি জারি করে জানালো নবান্ন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী সেপ্টেম্বর মাসে পূর্ণ লকডাউনের নোটিশ আজ, সোমবার রাজ্য সরকার জারি করে জানিয়েছে আগামী ৭, ১১, ১২ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ লকডাউন হবে রাজ্যেজুড়ে।
এদিকে, গোটা দেশের মতো এ রাজ্যেও মেট্রো চলবে ৮ সেপ্টেম্বর থেকে। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী তা চলার কথা ছিল ৭ সেপ্টেম্বর থেকে। লকডাউনের জন্য তা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কন্টেইনমেন্ট জোনের বাইরে পূর্ণ লকডাউন জারি করতে গেলে কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে হবে রাজ্যগুলিকে৷ আনলক ফোরের জন্য কেন্দ্রীয় সরকার যে গাইডলাইন দিয়েছে, তাতে এমনই নির্দেশ দেওয়া হয়েছে৷ ফলে সেপ্টেম্বর মাসে রাজ্যে তিন দিন পূর্ণ লকডাউন করা যাবে কি না, তা জানতে চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার৷ গত বুধবার ক্যাবিনেট বৈঠকের পর সেপ্টেম্বর মাসে তিন দিন পূর্ণ লকডাউন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, ২০ সেপ্টেম্বরের আগে রাজ্যের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে গোটা মাসই সাপ্তাহিক লকডাউন চলবে কি না৷

আরও পড়ুন : Big Breaking: অক্টোবর মাসে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা


































































































































