JEE পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করেছে রাজ্য বিজেপিও

0
1

করোনা আবহে সূচি নিয়ে অনেক বিতর্কের মধ্যে দিয়েই আগামিকাল, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স প্রবেশিকা পরীক্ষা। এখন পরীক্ষা আয়োজনে আপত্তি থাকলেও সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে পরীক্ষার দিনগুলিতে সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত রাজ্যজুড়ে সমস্ত রুটের বাস, ট্যাক্সি অটো চালানোর কড়া নির্দেশ জারি করেছে নবান্ন। যাতে পরীক্ষার্থীরা সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে এবং পরীক্ষা শেষ হওয়ার পর বাড়ি ফিরতে পারে। কেন্দ্রের শিক্ষামন্ত্রী সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের এমন আবেদন করেছিলে। এবং কেন্দ্রের সঙ্গে সংঘাত থাকলেও পরীক্ষার্থীদের স্বার্থে রাজ্য সরকার সমস্ত ব্যবস্থাই রাখছে।

এদিকে, পরীক্ষার্থীদের সুবিধার্থে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপিও। ৩টি জেলায় বিজেপির পক্ষ থেকে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিবৃতি জারি করে বিজেপির তরফে জানানো হয়েছে, মেদিনীপুর, ঝাড়গ্ৰাম ও বিষ্ণুপুরে নিজেদের চেষ্টায় বাস চালাবে বিজেপি। আগামিকাল JEE মেইন পরীক্ষার্থীদের সুবিধার্থের জন্যই এই উদ্যোগ বলে জানানো হয়েছে বিজেপির তরফে।