বিলের জলে দুই ভাইয়ের গলাকাটা দেহ, চাঞ্চল্য বহরমপুরে

0
1

দুই নাবালক ভাইয়ের গলাকাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য বহরমপুরে। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কাঠালিয়া এলাকায়। মৃত দুই ভাইয়ের নাম মানজারুল শেখ ও আনজারুল শেখ। সূত্রের খবর, গত শুক্রবার বাড়ির কাছে একটি বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় দুই ভাই। দুদিন ধরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। রবিবার সকালে বিলের জলে দুই ভাইয়ের গলাকাটা দেহ ভেসে ওঠে। অভিযোগের তির এলাকার বাসিন্দা সেরফুল শেখের দিকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মাছ ধরা নিয়ে সেরফুলের সঙ্গে মৃতদের পরিবারের বিবাদ চলছিল। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।